আইসক্রিম এর কাঠি দিয়ে কাকতাড়ুয়া ভূত !!!

তোমরা একটু অন্যরকম কিছু বানাতে নিশ্চয়ই অনেক পছন্দ করবে। চল তাহলে আমরা অন্যরকম কিছু বানাই। কাকতাড়ুয়া ভূত বানিয়ে তুমি তোমার ফ্রেন্ডদের চমকে দিতে পারো। চল তাহলে দেখে নেই এটি বানাতে আমাদের কি কি লাগবে

যা যা লাগবে

১। আইসক্রিম এর কাঠি

২। আঠা

৩। কেঁচি

৪। কালার পেন

৫। কালার পেপার

৬। প্লাস্টিক এর চোখ

যেভাবে তৈরি করবে

১। কাকতাড়ুয়া তৈরি করার বেজ তৈরি করার জন্য ৭/৮ টি আইসক্রিম এর কাঠি নাও। একটি কাঠির সাইড এ আঠা লাগাও এরপর অন্য একটি কাঠির সাথে জুড়ে দাও।

২। এভাবে ৬/৭ টি কাঠি জুড়ে নাও। এরপর একটি কাঠিতে কালার পেন এর সাহায্যে রঙ করে নাও ।

৩। এরপর আড়াআড়ি ভাবে ছবির মত করে কালার করা কাঠিটি আঠা দিয়ে আগের ৬/৭ টি কাঠি দিয়ে জোড়া লাগানো বেজ এর উপরে লাগিয়ে দাও।

৪। এরপর কাঠির উপরের অংশ রঙ কর। নিচে চোখ বসাও এবং নাক রঙ কর। মুখ আঁক । এরপর হলুদ বা অন্য রঙের কাগজ চিকন চিকন করে কেটে নিয়ে পেছনের দিকে আঠা দিয়ে আটকে দাও নিচের ছবিতে যেভাবে আছে সেভাবে।

৫। তৈরি হয়ে গেল তোমার কাকতাড়ুয়া ভূত।