১। বিভিন্ন রঙ এবং সাইজের বাটি
২। বেলুন
৩। আঠা
৪। পেইন্ট ব্রাশ
৫। কেঁচি
৬। বেলুনটিকে রাখার জন্য একটি বাটি
১। তুমি যে সাইজের বাটি বানাতে চাও সেই সাইজের মত করে বেলুন ফুলাও এবং পেইন্ট ব্রাশ এর সাহায্যে আঠা বেলুনের উপর ব্রাশ করে নাও ঠিক ছবির মত।
২। বেলুনের উপর দুইবার আঠা ব্রাশ করলে বাটনগুলি সুন্দর ভাবে লাগবে তাই দুইবার আঠা ব্রাশ করে নাও। আঠা ভেজা থাকা অবস্থায় ই আঠার উপর বাটন গুলি লাগাও। আঠা পুরোপুরি শুকাতে বেশ অনেক্ষন সময় লাগবে। তুমি যদি রাতে এটি শুরু কর তাহলে শুকানোর জন্য সারা রাত রেখে দাও।
৩। শুকানোর পর আবার আঠা ব্রাশ করে নাও। এই স্টেপটি তুমি দুইবার করতে পারো।
৪। আঠা পুরো পুরি শুকানোর পর বেলুনটি আস্তে করে কেঁচি দিয়ে কেটে ফেল এবং বাতাস বের হয়ে গেলে বেলুনটি বের করে নাও। এক্সট্রা আঠা কেটে নাও।
৫। বাটন দিয়ে তৈরি তোমার সুন্দর বাটিটি এখন প্রস্তুত ব্যবহারের জন্য।